Header Ads

Header ADS

স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

                    

স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা


 

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগে আর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো কর্তৃত্ব থাকছে না। নতুন নির্দেশনা অনুযায়ী এসব পদে নিয়োগের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি নিয়োগ সুপারিশ কমিটি কাজ করবে। এ কমিটিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো সদস্য থাকবেন না।

রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের সচিব রেহানা পারভীন।

আগে এই ধরনের নিয়োগে কমিটি গঠিত হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে।

নতুন পরিপত্রে বলা হয়েছে, শিক্ষক ব্যতীত অন্যান্য পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে প্রাচীন সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা (পরিদর্শকের নিচে নয়) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিব হবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

নিয়োগ সুপারিশ কমিটি লিখিত পরীক্ষা, ফলাফল প্রণয়ন ও নিয়োগের সুপারিশ দেবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করা যাবে। এ বোর্ডে অন্তত তিনজন সদস্য থাকবেন, যাদের নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসকের প্রতিনিধি। তাঁদের পদ নবম গ্রেডের নিচে নয়।

দীর্ঘদিন ধরে এ ধরনের নিয়োগের দায়িত্ব ছিল গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির ওপর। তবে এ নিয়ে নানা অভিযোগ ছিল—দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির।

No comments

Powered by Blogger.