Header Ads

Header ADS

সাকিবের পোস্টে যা লিখলেন সারজিস আলম

                                         

সাকিবের পোস্টে যা লিখলেন সারজিস আলম

        

 রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,

‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিকই ছিলাম। এখানেই আলোচনা শেষ।

কাউকে সরাসরি উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ধারণা ছিল, এই ইঙ্গিত সাকিব আল হাসানের দিকেই। কারণ, এর ঠিক এক ঘণ্টা আগে রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যায় গত বছর গণ-অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “শুভ জন্মদিন, আপা।

অনলাইনে অনেকের মন্তব্যে বোঝা যায়, আসিফের ‘একজনকে পুনর্বাসন না করা’ কথাটি আসলে সাকিবকে নিয়েই। আর সেটা যে সাকিবও বুঝেছেন, তা স্পষ্ট হয় তার পরের স্ট্যাটাসে। রাত ১১টা ২০ মিনিটে সাকিব লিখেন,
“অবশেষে কেউ একজন স্বীকার করলেন যে তার কারণেই আমাকে আর বাংলাদেশের জার্সি পরার সুযোগ দেওয়া হয়নি, দেশের হয়ে খেলতে পারিনি! হয়তো কোনো একদিন মাতৃভূমিতে ফিরব। ভালোবাসি বাংলাদেশ।

এই পোস্টে মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লেখেন,
“টাকার কাছে নিজেকে বিক্রি করা তোর মতো লোভী, শুয়োরের রক্তে কেনা বাংলাদেশের জার্সি আর কোনোদিন বাংলাদেশের মাটিতে পরতে পারবি না। হাজারো শহীদের কাছে এটাই আমাদের প্রজন্মের অঙ্গীকার।

No comments

Powered by Blogger.