কর্মীরা বছরে সর্বোচ্চ ৩টি উৎসাহ বোনাস পাবেন
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে। এ বোনাস অবশ্যই নিট মুনাফার ভিত্তিতে নির্ধারিত হবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নিট মুনাফা নিরূপণের সময় পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের প্রভিশন, বিনিয়োগের মূল্য ওঠানামাজনিত প্রভিশন এবং অন্যান্য সম্পদ হ্রাস-বৃদ্ধির প্রভিশন বাদ দিয়ে হিসাব করতে হবে।
এর ফলে আর আগের মতো নির্বিচারে উৎসাহ বোনাস বিতরণ করা যাবে না রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এতদিন বোনাস প্রদানের ক্ষেত্রে শৃঙ্খলার অভাব ছিল। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেই অভিন্ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
সূত্র বলছে, পূর্বেও এ বিষয়ে নীতিমালা ছিল। তবে বড় কয়েকটি ব্যাংক তা অমান্য করেছে। যেমন, ২০২৩ সালে সোনালী ব্যাংক নিয়ম ভঙ্গ করে তিনটির বেশি, মোট পাঁচটি উৎসাহ বোনাস দেয়। পরে গত ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে অতিরিক্ত দুই বোনাসের অর্থ কর্মীদের কাছ থেকে ফেরত নেওয়ার নির্দেশ দেয়। তবে ব্যাংক সূত্রে জানা গেছে, সেই টাকা কেউ ফেরত দেয়নি। অন্য কয়েকটি ব্যাংকও একইভাবে বাড়তি বোনাস প্রদান করেছে।

No comments