শাপলা প্রতীক ইস্যুতে সিইসির বক্তব্যের পর রহস্যজনক ইঙ্গিত দিলেন হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পাওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট দিয়েছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিইসির বক্তব্য নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। সেখানে হাসনাত আব্দুল্লাহ লিখেন, “কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।”
তবে এই ‘উপরের অনুমতি’ এবং ‘উত্তরের সিগন্যাল’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি।
অন্যদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় না। কেন কোনো দলকে শাপলা প্রতীক দেওয়া হয়নি তার ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তাদেরও দেওয়া হয়নি। নাগরিক ঐক্যের বিষয়ে আলোচনা না হলেও এনসিপিকে ঘিরে এত প্রশ্ন তোলা হচ্ছে কেন, সেটিও ভেবে দেখার বিষয়। তিনি পরিষ্কার করে জানান, ইসি কারও প্রভাব বা নির্দেশে কাজ করে না; কমিশন সবসময় নিরপেক্ষ থাকতে চায়।

No comments