কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : এম এ মালিক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, ‘ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি ধানে শীষের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
রবিবার (৯ নভেম্বর) সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-৩ আসনে মনোনয়ন পাওয়া বিএনপির এই নেতা বলেন, ‘ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, ‘সিলেট-৩ নির্বাচনী এলাকার উন্নয়ন, সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলের উন্নয়ন সব কিছু নির্ভর করছে আমাদের নির্বাচনী বিজয়ের ওপর। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমরা জনগণের পক্ষে কাজ করব।
আমরা শপথ নেব—ধানের শীষের জয় আমাদের জয়, খালেদা জিয়ার জয় ও তারেক রহমানের বিজয়।’
এ সময় এম এ মালিক, গুম হওয়া ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা সায়েম হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান।
সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জাগিদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম হক আদনান বক্তব্য রাখেন।
No comments