রাতেই তৈরি হল ঘূর্ণিঝড় মোন্থা, ১৩ কিমি বেগে ধেয়ে যাচ্ছে উপকূলের দিকে! ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়
বঙ্গোপসাগরে রবিবার রাতেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা রয়েছে কলকাতার জন্যেও।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল, তা গত ছ’ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মোন্থা। আপাতত তা চেন্নাই থেকে ৬৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, পোর্ট ব্লেয়ার থেকে ৭৪০ কিলোমিটার পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং গোপালপুর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝ়ড়ের শক্তি বাড়বে। তা ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ২৮ অক্টোবর, মঙ্গলবার সকালের মধ্যে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে। ‘প্রবল’ আকারেই মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডিও।

No comments