Header Ads

Header ADS

এবার ‘শাপলা’ প্রতীকের দাবিতে মাঠে আরেক রাজনৈতিক দল

                                             

এবার ‘শাপলা’ প্রতীকের দাবিতে মাঠে আরেক রাজনৈতিক দল

       

‘শাপলা’ প্রতীককে দলীয় প্রতীক হিসেবে দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তাদের নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই। তবুও এনসিপি নিজেদের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। ইতিমধ্যে দলটি শাপলার কয়েকটি নকশা ইসিতে জমাও দিয়েছে।

এ সময় রাজনৈতিক মহলে এনসিপির দাবি করা প্রতীক ‘শাপলা’ নিয়ে আলোচনা চললেও একই প্রতীক দাবি করেছে আরেক রাজনৈতিক দল—নিবন্ধিত বাংলাদেশ কংগ্রেস। দলটির বর্তমান প্রতীক ‘ডাব’ হলেও তারা প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। সোমবার (১৩ অক্টোবর) দলের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম এ বিষয়ে ইসিতে আবেদনপত্র জমা দেন, যা দলের দপ্তর সম্পাদক তুষার রহমান নিজে উপস্থিত থেকে জমা দেন।

বাংলাদেশ কংগ্রেস জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র, ব্যানার, পোস্টার, ও লোগো—সব জায়গায়ই শাপলার ব্যবহার ছিল। তবে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না।

ইসির সেই সিদ্ধান্ত মেনে কংগ্রেস তখন ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। যদিও তাদের আবেদনপত্র ও লোগোতে শাপলার চিহ্ন রয়ে গিয়েছিল, যা দলের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন হয়। তারা ‘বই’ প্রতীক দাবি করলেও গেজেটে তা অন্তর্ভুক্ত না থাকায় শেষ পর্যন্ত ‘ডাব’ প্রতীক গ্রহণ করতে হয়।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার বলেন, “আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে নিবন্ধিত দলকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা তালিকায় নেই, তাই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি দেওয়া যায়নি। এখন পর্যন্ত তালিকার বাইরে কোনো প্রতীক কোনো দলকে বরাদ্দ দেওয়া হয়নি।”

তবুও শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে এনসিপি। এ বিষয়ে তারা আবারও নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে। এবার দলটি জাতীয় প্রতীকের শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন রূপে আঁকা কয়েকটি শাপলার নকশা যুক্ত করেছে। গত ৭ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিটি ইসি সচিবের কাছে পাঠানো হয়।

No comments

Powered by Blogger.