সাজেক থেকে হেলিকপ্টারে আনা হলো শিক্ষার্থী রুবিনার মরদেহ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকি (২৩) সাজেক দুর্ঘটনায় মৃত্যুর পর হেলিকপ্টারে তার মরদেহ গ্রামে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারটি হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপর অ্যাম্বুলেন্সে মরদেহ তার গ্রামের বাড়ি পলাশবাড়ীর ভবানীপুরে পৌঁছানো হয়। এ সময় শতশত মানুষ শেষবারের মতো তাকে এক নজর দেখতে ভিড় জমায়।
গত বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির হাউজপাড়া এলাকায় একটি পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রুবিনা আফছানা রিংকি। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও ১১ শিক্ষার্থী গুরুতর আহত হন।
রুবিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে।

No comments