৫ হলের নির্বাচিত ভিপি ও জিএসের নাম জানা গেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী ২১টি হলের মধ্যে ১৭টি হলে গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলের ভিপি ও জিএস পদে অনানুষ্ঠানিকভাবে ফলাফল পাওয়া গেছে।
মীর মশাররফ হোসেন হলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। তিনি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এবং পেয়েছেন ১৫১ ভোট। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয়ী হয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ, তার প্রাপ্ত ভোট ১৯২। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয় পেয়েছেন আরাফাত, যিনি পেয়েছেন ১৭৯ ভোট।
শহীদ সালাম-বরকত হলে ভিপি হয়েছেন ৪৯তম আবর্তনের সায়নের মারুফ, আর জিএস হয়েছেন মো. মাসুদ রানা মিষ্টু।
র.১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল)-এর ভিপি পদে বিজয়ী হয়েছেন আসিফ মিয়া, জিএস হয়েছেন মেহেদি হাসান এবং এজিএস পদে জয়ী হয়েছেন নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন মো. রাকিবুল ইসলাম। জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন লাবিব।
আ. ফ. ম. কামালউদ্দিন হলে ভিপি হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী জিএম রায়হান কবীর এবং জিএস পদে জয় পেয়েছেন আবরার শাহরিয়ার।
অন্যদিকে আলবেরুনি হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মুন্তাসির খান অর্পণ।
.jpg)
No comments