Header Ads

Header ADS

ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা

                                             

ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা

    
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াতের সঙ্গে সমন্বয় করে শিবির সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে চক্রান্ত করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি আগে তারা এই সিদ্ধান্ত জানায়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়, যা চলার কথা বিকেল ৫টা পর্যন্ত।

No comments

Powered by Blogger.